ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারে সরকারি জায়গা বন্দোবস্ত দেয়াকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ডেকেছেন কালেক্টরেট নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট অফিস, সব উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও ভূমি অফিসগুলোয় বিক্ষোভ করবেন তারা। গতকাল রাতে সংগঠনের আহ্বায়ক এম এম জাকারিয়া আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দ বাজারস্থ সরকারি খাস জমির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। এর প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট এবং জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বিক্ষোভ সমাবেশ হবে। এরপর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
উল্লেখ্য, শহরের আনন্দবাজারের পুরাতন বাঁশপট্টির দশমিক ২০৯৪ একর জায়গা সম্প্রতি ৩৩টি একসনা বন্দোবস্ত মোকদ্দমা মূলে বন্দোবস্ত দেয় প্রশাসন। এরপরই বন্দোবস্ত বাতিল করে সেখানে ট্রাকস্ট্যান্ড করার দাবি উঠে ব্যবসায়ীদের পক্ষ থেকে। ওই জায়গার বন্দোবস্ত বুঝিয়ে দিতে গিয়ে হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসের ১৫ কর্মচারী।
এর আগে, বন্দোবস্ত প্রাপ্তদের জায়গাটি বুঝিয়ে দেওয়ার সময় এবং বন্দোবস্ত প্রাপ্তরা সেখানে কাজ শুরু করলে হুমকি দেওয়া হয়। ২০, ২১ ও ২৩ অক্টোবর সংগঠিত এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলা হয়। এসব মামলায় ছয়জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও শতাধিক লোককে আসামি করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।