সকল মেনু

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা ভেনেজুয়েলার

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কামলা পারসাদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনার মাঝে দেশটি যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়ায় এমন পদক্ষেপ নিয়েছে নিকোলাস মাদুরো প্রশাসন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভেনেজুয়েলার পার্লামেন্টে ভোটাভুটির পর আসে সিদ্ধান্ত। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এই ঘোষণার সময় তাচ্ছিল্য করে বলেন, ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর নামটিও মনে নেই তার। ‘পারসনা নন গ্রেটা’ ঘোষণার কারণে প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারবেন না ত্রিনিদাদ ও টোবাগোর সরকারপ্রধান।

উল্লেখ্য, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে সমর্থন করায় কামলার প্রতি ক্ষুব্ধ হয় মাদুরো প্রশাসন। এর আগে, দেশটির সাথে যৌথ জ্বালানি অনুসন্ধানসহ বেশ কিছু চুক্তি বাতিল করে ভেনেজুয়েলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top