সকল মেনু

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনও অনৈক্য নেই: পরিবেশ উপদেষ্টা

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোন অনৈক্য নেই। তবে মতৈক্য আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৯ অক্টোবর) সকালে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ভাসা ভাসা অভিযোগ দিয়ে রাজনৈতিক দলগুলো উত্তেজনা তৈরি করতে চায় এমন অভিযোগ তুলে তিনি বলেন, সরকার কোনও রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। ফেব্রুয়ারীতে নির্বাচনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top