সকল মেনু

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবালো ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিলো ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে ১৫১ রানে আলআউট হয় বাংলাদেশ। জবাবে চেজ ও অগাস্তের ফিফটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

প্রথম দুই ওভারে ১৫ রান তুলে আগের দুই ম্যাচে দলে না থাকা পারভেজ হোসেন ইমনের সঙ্গে বড় জুটি গড়ার আভাস দিয়েছিলেন আগের ম্যাচে ফিফটি করা তানজিদ তামিম। তবে দলীয় ২২ রানে ৯ রান করা ইমন আউট হলে ভাঙে জুটি। টিকতে পারেননি অধিনায়ক লিটন দাসও।

অর্ধশতক পূরণ করার সময় টি-২০ ক্যারিয়ারে ১ হাজার রানের মাইলফলক অর্জন করেন তানজিদ। জ্যাসন হোল্ডারের শিকার হন ২৩ রান করা সাইফ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন রিশাদ হোসেন। ফিরে যান নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও জাকের আলী। সেঞ্চুরির আভাস দিলেও ৮৯ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন তানজিদ।

রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে ১৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। বল হাতে দলীয় ৫২ রানেই উইন্ডিজের তিন উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। তবে আমির জাঙ্গুর ৩৪ রানের পর ফিফটি হাঁকান রস্টন চেজ ও আকিম অগাস্তে। আর তাতেই তিন ম্যাচ টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top