জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে একই পরিবারের দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভাটিয়ারচর এলাকার প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও মেয়ে পলি আক্তার (১০) এবং তাদের স্বজন নূর মোহাম্মদের মেয়ে সাইবা আক্তার (৮)।
নিখোঁজ দুই শিশুর নাম কুলসুম ও বৈশাখী। এর মধ্যে কুলসুম তার নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। কুলসুম সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান- বিকেলে ঝিনাই নদীতে নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিলেন পাঁচ শিশু। এমন সময় নৌকাটি ডুবে যায়। পরে শিশু ও স্থানীয়দের ডাক চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রথমে দুইজন ও পরে একজনের মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা। রাতে অভিযানের নিয়ম না থাকায় ৭টা ২০ মিনিটের পর থেকে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে৷ আগামীকাল সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।