সকল মেনু

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্লিং হালান্ডের জোড়া গোলে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে টেবিলে ৫ ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

রোববার (২ নভেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে আতিথ্য দেয় ম্যানসিটি।

পরিকল্পিত আক্রমণে ম্যাচে সফরকারীদের চাপে রাখে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৭তম মিনিটে হালান্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানসিটি। ৮ মিনিট পর অ্যাডামসের গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।

ম্যাচের ৩৩তম মিনিটে দ্বিতীয় দফায় হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ইপিএলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই নরওয়েজিয়ান। ১০ ম্যাচে ১৩ গোল করে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতাও হালান্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গি বজায় রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬০তম মিনিটে সিটির পক্ষে তৃতীয় গোল করেন নিকো ও’রাইলি। পরবর্তীতে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। তবে সিটির রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় অথিথিদের ফরোয়ার্ড বাহিনী। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

উল্লেখ্য, ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্র’য়ে তাদের পয়েন্ট ১৯। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top