সকল মেনু

নেত্রকোণা – ১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল

কলমাকান্দা ( নেত্রকোণা)প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নেত্রকোনা-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করার কথা রয়েছে।

ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও কলমাকান্দা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় রেখেছেন ব্যারিস্টার কায়সার কামাল। স্থানীয়ভাবে আহত ও নির্যাতিত নেতাকর্মীদের আইনি সহায়তা, চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি,হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিদ্যালয় সংস্কার, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প,ফ্রি চক্ষু শিবির আয়োজনসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ, হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণ, শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম এবং কৃষকদের সহায়তায় রেখেছেন কার্যকর ভূমিকা।

এছাড়া যুবসমাজকে সম্পৃক্ত করতে ক্রীড়া প্রতিযোগিতা, ফ্রি মেডিক্যাল ও চক্ষু ক্যাম্প আয়োজন, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top