সকল মেনু

২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ৫০ জন গ্রেফতার: ডিএমপি কমিশনার

গত ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িত থাকার অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছিল। মিছিলে অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, মেস-হোটেলে ভাড়াটিয়া তোলায় ক্ষেত্রে ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখাসহ নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে। এ সময় আইনজীবীদের আদালতে যেতে বাধা দেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top