ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
জিয়া পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে আলহাজ্ব এ. বি. এম. মোমিনুল হককে আহ্বায়ক এবং অ্যাড. শামীমা আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব মোঃ আব্দুল হাই স্বাক্ষরিত এ আহবায়ক কমিটি জেলা সংগঠনের ভেরিফাই ফেসবুক পেইজে প্রচার করা হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে জিয়া পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অনুমোদন করা হয়।
ঘোষিত আহবায়ক কমিটিতে মোট ১৫ সদস্য স্থান পেয়েছেন। তারা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম চৌধুরী (ভিপি লিটন), মোঃ আসাদুজ্জামান , হাজী ইমাম আহমেদ খান, আরমানুল ইসলাম লিটন ও শরীফুল ইসলাম মালদার, সদস্য গোলাম হোসেন মাস্টার, হুমায়ূন কবির, আতিকুল রহমান শাকিল, তাজুল ইসলাম, ফরিদ চৌধুরী, সোঃ আক্তার হোসেন, অ্যাড. আলী আজম চৌধুরী ও ডাক্তার হেলার চৌধুরী
অনুমোদিত আহবায়ক কমিটিকে পরবর্তী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।