আবারও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) চালানো এ সিরিজ হামলায় প্রাণ হারিয়েছে শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি। বোমার আঘাতে আহত হয়েছে আরও অন্তত ৮৭ জন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দফায় দফায় চালানো এসব বিমান হামলার শিকার হয়েছে গাড়ি থেকে শুরু করে আশ্রয়কেন্দ্র, আবাসিক ভবন। উত্তরে গাজা সিটি, দেইর আল বালাহ, নুসেইরাত শরণার্থী শিবির টার্গেট করেও হামলা চালিয়েছে আইডিএফ।
এরমধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।