সকল মেনু

আইরিশদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৯১ রানে গুটিয়ে যায় আইরিশরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্ত’র দল।

রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট। অপরদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে ২২ বছরের ক্যারিবিয়ান রেকর্ড ভাঙতে হতো। শেষ পর্যন্ত আইরিশ টেল এন্ডার ব্যাটাররা কিছুটা ভোগালেও দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

এদিন কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শুরু করেন শেষ দিনের খেলা। ব্যক্তিগত ২১ রানে তাইজুলের শিকার ম্যাকব্রাইন। এরপর নেইলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ক্যাম্ফার। এই জুটি ভাঙ্গে ৩০ রান করা নেইল মিরাজের শিকার হলে। তবে এরপরই গাভিন হোয়েকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে সেঞ্চুরির পথে ক্যাম্ফার। গাভিনকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ।

শেষদিকে হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ দুই উইকেটের পতন হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top