তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়া আমার স্বপ্ন। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য গুনগতমান সম্পন্ন কন্টেন্ট নির্মাণ করতে হবে। দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারলে নিজেরাই সম্মানিত হবো।
তথ্য উপদেষ্টা বলেন, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। তাই প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামীতে এফডিসির পরিবর্তে কবিরপুর ফিল্ম সিটিতে শ্যুটিং হবে। এফডিসির এই জায়গাটা গবেষণার জন্য থাকবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন বলে আশা করছি।
অনুদানের বিষয়ে মাহফুজ আলম বলেন, আমরা ভালো ছবিকে অনুদান দিবো। বাণিজ্যিক ও অবাণিজ্যিক কোনও ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। সব ভালো ছবিকেই অনুদান দেয়া হবে। স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকো সিস্টেমে আনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।