ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের সদস্য বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন, তা সত্য নয়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ডিএমপি কমিশনারকে উদ্দিষ্ট করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ একটি বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি শুনেছি, এটি বোগাস কথাবার্তা। এটি ভুয়া, আমি এমন কোনো বক্তব্য দিইনি। ইতোমধ্যে একটি রিজন্ডার জারি করা হয়েছে
তিনি বলেন, এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে, সেটি দেখেই তিনি ডিএমপি কমিশনারের বরাতে বোগাস তথ্য ছড়িয়েছেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কথা বলেন রুহুল কবির রিজভী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।