সকল মেনু

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে।

ঘটনার দুদিন পর রোববার মধ্যরাতে এ মামলা হলো। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেছেন। ফয়সাল করিমসহ অজ্ঞাতনামাদের এই মামলার আসামি করা হয়েছে । হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্রের ব্যবহারের ধারা উল্লেখ করা হয়েছে মামলায়। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এর তদন্ত করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top