সকল মেনু

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার

গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকার সিভিল ডিফেন্স।

তারা জানায়, দুই বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা। এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিলো। এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে।

পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এসব দেহাবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনি প্রশাসনকে। এরইমধ্যে ৭০ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের হিসাবে নিলে এ সংখ্যা ছাড়াবে লাখের ঘর।

গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত। তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগত। ইস্যু হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে, তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top