তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২৫ রান।
অ্যাডিলেডে ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের প্রথম সেশনে মিচেল স্টার্ক দেখা পান অর্ধশতকের। তাকে সহ নাথান লায়নকে তুলে নিয়ে ৫ উইকেট শিকার করেন ইংলিশ পেসার জোফরা আর্চার। ৩৭১ রানে থামে অজিদের প্রথম ইনিংস।
জবাবে শুরুটা একদমই ভাল হয়নি ইংল্যান্ডের। নাথান লায়নের জোড়া আঘাতে ৪২ রানে তিন উইকেট হারিয়ে বসে স্টোকসের দল। জ্যাক ক্রলিকে সাজঘরের পথ দেখান কামিন্স। লায়নের স্পিনের সামনে টিকতে পারেননি বেন ডাকেট ও অলি পোপ।
এরপর আবারও কামিন্সের আঘাত। এবার তার শিকার জো রুট। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে রুট ফেরেন মাত্র ১৯ রান করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।