সকল মেনু

বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) নিজ বাসভবনে পড়ে গেছেন শতবর্ষী এই নেতা। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

তার প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পড়ে যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top