সকল মেনু

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলাতে ছাত্রদলকে কোন সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া হয় নাই। এসময় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট হতে পারছি না। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলেরও অনেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও খুব জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা আশা করব সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এ ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে তারা কাজ করবেন।’

তিনি আরও কলেন, ‘বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছিল, সেভাবেই হয়েছে। যে সংস্কারগুলো নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেগুলো অনেক আগেই বিএনপি তার ৩১ দফার মধ্যে তুলে ধরেছে। সংস্কার চলমান প্রক্রিয়া সেখানে বিএনপির পক্ষ থেকে না বলার কোন যৌক্তিকতা নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top