সিআইডি ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করতে চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মালিবাগ সিআইডি সদর দফতরে এটি উদ্বোধন করা হয়।
সিআইডি প্রধান বলেন, প্রথম তিন ঘণ্টার মধ্যেই খুঁজে বের করার জন্য কাজ করবে তারা। এসময় শিশু অপরাধ দমনে কার্যকর উদ্যোগের কথা জানান সিআইডি প্রধান।
বলেন, মোবাইলে কোনও বাচ্চার সেক্সুয়াল ছবি তুললেই, সেটারও অ্যালার্ট চলে যাবে সিআইডির হাতে। এসময় সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন তিনি।
পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান করেন সিআইডি প্রধান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।