কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে রাজনৈতিকভাবে সক্রিয় একাধিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। কর্মসূচিতে এনসিপি, জামাত ও মজলিশের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতের রোকন আবুল কালাম কালামিয়া,এনসিপির নেতা আবু কাওসার, মজলিশ নেতা আল মামুন ও শাহপরান। বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান দায়িত্ব পালন কালে কলমাকান্দায় প্রশাসনিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং জনবান্ধব সেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সময়ে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো: মোস্তফা,জামায়াত নেতা ফরিদ মিয়া, আফজাল প্রমুখ।
বক্তারা আরও বলেন, এমন একজন সৎ, যোগ্য ও মানবিক কর্মকর্তার হঠাৎ বদলি উপজেলাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশার জন্ম দিয়েছে। জনস্বার্থে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে কলমাকান্দায় বহাল রাখার দাবি জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
এদিকে ইউএনও মাসুদুর রহমানের বদলিকে ঘিরে সম্প্রতি উপজেলা জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বিশেষ করে তাঁর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ওই স্ট্যাটাসসহ একজন বিতর্কিত কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসনের ভেতরের অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই ইউএনও মাসুদুর রহমানকে বদলির মুখে পড়তে হয়েছে। আবার অন্য একটি মহল এটিকে প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।