যারা নির্বাচন চান না, সেই লক্ষ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই নেতাকর্মীদের গুলি করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নির্বাচনী মিটিং শেষে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্হায় রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে তাকে দেখতে আসেন সেই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান।
পরে গণমাধ্যমকে তিনি জানান, গুলিবিদ্ধ নেতার চিকিৎসা এখনও চলমান বিধায় শারীরিক অবস্থার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে এমন ঘটনায় আইনি ব্যবস্থাসহ দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।