ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল আর প্রতিবাদ-সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে, ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাদের চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। এসময় হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল করেন ডাকসু সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
সেখানে বক্তারা অভিযোগ করেন, বহিরাগতদের ব্যবহার করে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করা হয়েছে। অভিযুক্তদের বহিষ্কার এবং বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
একই জায়গায় পাল্টা প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল ও ছাত্রশক্তি। তাদের দাবি, নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।