গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনা খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা গেলে পরে জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।