সকল মেনু

নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয় তার গাড়িবহর।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরইমধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন। তৈরি হয়েছে মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকরা। চারটি জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ, ২০০৩ সালে রোডমার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top