বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ১০ বছর ধরে নিজের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন ধুরন্ধর বলিউড অভিনেতা নাদিম খান। সম্প্রতি, মুক্তি পাওয়া রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এ তাকে দেখা গিয়েছিল। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মুম্বাই পুলিশ তাকে গ্রেফতার করে এবং বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমগুলোর দাবি, ৪১ বছর বয়সী ওই নির্যাতিতা নারী বিভিন্ন সময় মুম্বাইয়ের একাধিক অভিনেতার বাড়িতে কাজ করেছেন। অভিযোগ, বহু বছর আগে নাদিম খানের সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে
নির্যাতিতার বয়ান অনুযায়ী, পশ্চিম শহরতলীর মালবানি এলাকায় তার নিজের বাড়িতে এবং ভারসোভায় নাদিমের বাসভবনে এই নির্যাতনের ঘটনাগুলো ঘটে। পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকার করলে ওই নারী ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন।
সোমবার (২৬ জানুয়ারী) পুলিশের দেওয়া তথ্য মতে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে গত ১০ বছর ধরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
যেহেতু নির্যাতনের ঘটনা প্রথমবার মালবানি থানা এলাকায় ঘটেছিল, তাই ভারসোভা পুলিশ একটি ‘জিরো এফআইআর’ দায়ের করে মামলাটি মালবানি থানায় স্থানান্তর করেছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।