বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৯ বছরে পদার্পণ করেছেন। তিনি ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই প্রবীণ নেতার জন্মদিনে সমর্থক-শুভ্যানুধায়ী ও দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সবাই তার সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২২ মিনিটে ফেসবুক পোস্টে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি লেখেন, জন্মদিনে সকলের ভালোবাসায় আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ।
আমি যখন রাজনীতি শুরু করি, আমার দুচোখে সমাজ বদলানোর স্বপ্ন। সে প্রায় ৬০ বছর আগের কথা। বাংলাদেশ স্বাধীন হলো। মানুষের কাজ করে গেছি। ছাত্র পড়িয়েছি, সরকারি চাকরি করেছি। সরাসরি রাজনীতিতে আবার ফিরে আসি ৮৮-তে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।