ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, উদ্যোগ নিতে হবে সরকারকে। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২০ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী মাহমুদ একথা বলেন।
এ সময় তিনি বলেন, সংস্কারের বিষয়ে কোনও সংকট নেই, ঐক্যমত কোথায় কোথায় হয়েছে তা জানতে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা না। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে চায় দেশের জনগণ।
এর আগে, রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপি লিয়াঁজো কমিটি সদস্যরা। এ সময়, সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ না বানিয়ে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান জানিয়েছেন বামের নেতারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।