পারভেজ হোসেন ইমনের ঝোড়ো সেঞ্চুরি ও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ইমন বাংলাদেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েন এবং সর্বোচ্চ ছক্কার কীর্তি অর্জন করেন।
শনিবার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে টাইগাররা। দ্বিতীয় ওভারেই ১০ রান করা ওপেনার তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন ১১ রান করা লিটন দাস।
৫৮ রানের পার্টনারশিপে সাময়িক ধাক্কা সামালের চেষ্টা চালান পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। ২০ রানে হৃদয় ফিরলে ভাঙ্গে জুটি। এই ম্যাচে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কা মারার রেকর্ডও গড়েছেন ইমন। বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলে একপ্রান্তে টিকে থেকে ৫৩ বলে সেঞ্চুরি হাকান ইমন। যা কিনা এই ফরম্যাটে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪১ রানে ২ উইকেট হারায় আরব আমিরাত। ৫৪ রান করে তানজিম সাকিবের শিকার হন অধিনায়ক ওয়াসিম। তার দ্বিতীয় শিকার ৩৫ রান করা রাহুল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।