সকল মেনু

বামনায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরেক আসামি কৌশলে পালিয়ে যান।

সোমবার (১৯ মে) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার ফকিরেরহাট থানার বানিয়াছড়া গ্রামের মো. আবুল কাসেমের ছেলে মো. ওসমান গনি (৩৫) এবং সোনাখালী গ্রামের মো. খোকন চৌকিদারের স্ত্রী মোসা. হেনারা বেগম (৩৫)। অভিযানের সময় মো. খোকন চৌকিদার (৪৫) পালিয়ে যান।

পুলিশ জানায়, ওসমান গনীর কাছ থেকে ১৫০ পিস এবং হেনারা বেগমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন এসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. সিদ্দিকুর রহমান, এএসআই মো. আলমাসসহ আরও কয়েকজন পুলিশ সদস্য।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁদের বরগুনা আদালতে পাঠানো হয়।
বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ইয়াবাসহ দুজনকে ধরতে সক্ষম হয়েছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top