সকল মেনু

কলমাকান্দায় ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ৫০ গ্রামের মানুষ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর এলাকার কমল বিলের ওপর সেতুটির মাঝে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। আর এক পাশের রেলিংও ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে ভাঙা স্থানে স্টিলের পাটাতন দিয়ে কোন রকম জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে। এই সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা।

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় তিন বছর ধরে সেতুর এ অবস্থা থাকলেও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। অনেক সময় রেলিং ও গর্তের কারণে দুর্ঘটনাও ঘটেছে। দ্রুত সেতুটি সংস্কারের দাবি তাদের।

হরিপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা। প্রতিদিন এ সেতুর ওপর দিয়ে লেংগুরা ও নাজিরপুর ইউনিয়নের মানুষ জেলা শহরে আসা-যাওয়া করেন। এ ছাড়া পাশের কৈলাটি ইউনিয়নসহ অন্তত ৫০টি গ্রামের মানুষও যাতায়াত করেন। বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত পার হয় সেতুটি দিয়ে। অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।

সম্প্রতি সরেজমিন দেখা গেছে, সেতুটির ওঠানামার অংশে বড় গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া একপাশের রেলিং প্রায় পুরোটাই ভেঙে আছে। লোহার পাটাতন দিয়ে চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এমন বেহাল দশার কারণে স্থানীয়রা ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, ‘সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই দ্রুত কাজ শুরু হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top