জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমী দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আগামীকাল ২৫ মে ২০২৫ রবিবার সকাল ৮ টায় নজরুল একাডেমীর পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং দোয়া পরিচালনা করা হবে।
একইদিন বিকেলে নজরুল একাডেমী ভবন (মগবাজারের বেলালাবাদ কলোনি)’কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আয়োজিত আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল একাডেমীর সভাপতি সাবেক রাষ্ট্রদুত ও সচিব মসয়ুদ মান্নান , স্বাগত বক্তব্য রাখবেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক, নজরুল গবেষক,প্রবন্ধকার ও বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সাংবাদিক কবি ও নজরুল গবেষক ড. মাহবুব হাসান, বিশেষ আলোচক একাডেমীর গবেষণা ও প্রকাশনা সম্পাদক কবি হাসান আলীম।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন নজরুল একাডেমীর যুগ্ম সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল একাডেমীর শিল্পী সহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও নজরুল সঙ্গীত পরিবেশন করবেন।
উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমী আয়োজিত সবার জন্য উন্মুক্ত দিনব্যাপি অনুষ্ঠানমালা অনলাইন ফেসবুক পেজ NAZRUL TV লাইভে সম্প্রচার করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।