সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ডেপুটি জেলার ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গত ঈদ কিন্তু অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারা প্রচার করেছেন। এবারও যাতে তেমনই হয় কিংবা তার চেয়েও ভালো হয়, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। এবার পরিবেশ ভালো থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তে কোনো ধরণের নিরাপত্তার অভাব নেই। বাংলাদেশের জনগণ যেমন সম্পূর্ণভাবে নিরাপদ, তেমনি সীমান্তও নিরাপদ। সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে হবে না।
এছাড়াও অনুষ্ঠানে কারা রক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে অর্জিত পেশাগত জ্ঞান এবং সততার সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।