সকল মেনু

জামায়াতে ইসলামীর সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর গোলাম সারওয়ারের স্মরণসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমীর মরহুম সৈয়দ গোলাম সারওয়ারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২১ জুন) বিকাল ৪ টায় জেলা শহরের আল হেরা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মুহা. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন, মরহুমের ছোট ভাই নরসিংদী জেলার সিভিল সার্জন ডা.আমিরুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা: নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মো: জোনায়েদ হাসান, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, এইচ আরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি, কর্ম পরিষদ সদস্য ডা: এম এ হানিফ, মাওলানা খুরশিদ আলম, প্রচার সম্পাদক মো: রোকন উদ্দিন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো: হাসান মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের স্মরণ সভায় বক্তারা বলেন, সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ও সাহসী নেতা। রাজনৈতিক প্রতিকূল পরিবেশে তিনি নিরলসভাবে সংগঠনের দায়িত্ব পালন করেছেন, বহুবার কারাবরণ করেছেন এবং রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেছেন। তাঁর অবদান জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, সৈয়দ গোলাম সারওয়ার গত ১৬ জুন (সোমবার) ভোর ৪টা ৫০ মিনিটে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। এর আগে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে পরপর দুই সেশন দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর বিগত ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top