এদিকে নিউইয়র্কে অবস্থানরত জায়েদ খান সম্প্রতি কানাডা, অস্ট্রেলিয়া ও দুবাইসহ বিভিন্ন দেশে শোতে অংশ নিচ্ছেন। এবার সেই প্রবাসী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্লোবাল বাংলাদেশিদের কথা বলবেন তিনি এই নতুন টক শোতে।
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ থাকবে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই আর সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন, নতুন প্রজন্মের চিন্তা, উদ্ভাবন ও সংগ্রামের গল্প এবং অবশ্যই হালকা আড্ডা, যা মন ছুঁয়ে যাবে।
এ বিষয়ে জায়েদ খান বলেন, এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে উঠে আসবে আমাদের না-বলা গল্পগুলো, বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।
উল্লেখ্য, জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে আরও অভিনয় করেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।