বোলিংয়ে দিনটি পক্ষে থাকলেও ব্যাটিং ডুবিয়েছে সব। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় দিন শেষেই তাতে হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগাররা কাল কতদূর যায়, তা এখন জিজ্ঞাসার। এখনও লঙ্কানদের প্রথম ইনিংস থেকে ৯৬ রান পেছনে আছে সফরকারীরা, হাতে মোটে ৪টি উইকেট।
গল টেস্টে ফলাফল থেমেছে সমতায়। কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে তাই সিরিজ বাঁচানোর লড়াই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের দুটি টেস্টের শেষটি এখন অবশ্য অনেকটা ধরাছোঁয়ার বাইরে। ৬ টপ হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে আরও ৯৬ রান শোধ দিতে হবে। এরপর আসবে লঙ্কানদের টার্গেট দেওয়া রান। সেটি কত হয় তা পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের ব্যাটাররা কতক্ষণ ব্যাট করে তার উপর। আজ দিনের খেলা থামার আগ পর্যন্ত ক্রিজে ব্যাটার হিসেবে টিকে আছেন শুধু লিটন দাস। বাকি যারা আছেন তারা সবাই বোলার। হারটা তাই যেন মুখের কাছে।
তৃতীয় দিনে আজ শুরুটা অবশ্য ভালো ছিল। টেস্টে ৬ সেশন লঙ্কানদের কাছে হারানোর পর সকালের সেশনে সাফল্য পায় শান্তদের দল। তাইজুল ইসলাম দেখেন আরেকটি ফাইফার। অবশ্য আগের দিন টাইগার বোলারদের বেদম পিটুনিতে লিডের আশা জাগিয়েছিল লঙ্কানরা। সেটি আজ বাড়িয়ে নিয়েছে দুশর বেশি। বড় লিড শোধ দিতে বড় বড় সব ভুলই করে বসে টাইগার ব্যাটাররা। একের পর এক বিলিয়ে দিতে থাকে উইকেট। যার ফল ৩৮.৪ ওভারেই হাওয়া ৬ উইকেট। রান জমা হয়েছে মোটে ১১৫। ইনিংস হার রুখতে হলেও প্রয়োজন আরও ৯৬ রান।
ঘাড়ে ২১১ রানের বোঝা নিয়েও ছন্নছাড়া ছিল টাইগাররা। এলোমেলো শট খেলতে গিয়ে ফিরেছেন এনামুল হক বিজয়। বিরতির পর নেমেই ব্যর্থ হয়েছেন সাদমান ইসলাম। সেই ধারা চলেছে খেলা শেষ হওয়ার অবধি। পঞ্চম ওভারে উইকেট হারানো দল ৭০ রানে হারায় ৪ উইকেট। দলীয় শতরান পূর্ণ করার আগেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার। বাকি দিনে লড়াই করতে থাকা মিরাজও ফেরেন ব্যর্থ হয়ে। তাইজুলের ফাইফারের দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন প্রবাদ জয়সুরিয়া ও অধিনায়ক ডি সিলভা। দুজনই ফিরিয়েছেন দুজন করে ব্যাটার। আসিথা ও থারিন্দুর কোটায়ও একটি করে উইকেট।
টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার দিনে সর্বোচ্চ ২৬ রান করেছেন মুশফিকুর রহিম। অধিনায়ক শান্ত ফেরার আগে এনেছেন ১৯ রান। তাড়াহুড়ো করা এনামুল হক বিজয় ব্যর্থ হবার চেষ্টায় যেন ছিলেন! দৃষ্টিকটু ফুটওয়ার্ক নিয়ে শট খেলেছেন, ওয়ানডে স্টাইলে ব্যাট করে অবশ্য পার পাননি৷ থেমেছেন ১৯ রানে। দীর্ঘদিন পর দলে ফিরে মোটাদাগে ব্যর্থ হয়েছেন বিজয়। টাইগার ওপেনারের বাজে দিনে টপ অর্ডার ধুঁকেছে, মিডল মুখ ধুবড়ে পড়েছে। এবার লোয়ার অর্ডারের টিকে থাকার লড়াই।
ব্যাট করতে এখনও বাকি আছেন তাইজুল ইসলাম, নাহিদ রানা ও নাইম শেখ৷ কাল চতুর্থ দিনে তাদের নিয়ে লম্বা পথ পাড়ি দিতে হবে লিটনকে। উইকেটকিপার এই ব্যাটার আশা হয়ে আছেন ১৩ রানে। যদিও বিরূপ আচরণ করা পিচে কতটা সফল হন লিটন, তা নিয়ে শঙ্কা। একই সঙ্গে টাইগারদের ইনিংসে টেস্ট হার ও সিরিজ হারের শঙ্কাও প্রবল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।