রাজধানীর ফার্মগেট, মগবাজার ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রোববার (৬ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফার্মগেট এলাকার স্থানীয়রা জানান, রাতে হঠাৎ এসে রাস্তায় দুইটা ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্ত। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। এ সময় পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে আহত হন ফুটপাতের এক আম বিক্রেতা। পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মগবাজারে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করা লোকজন বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
মহাখালী এলাকার স্থানীয়রা জানিয়েছেন, রাতে মহাখালী এসকেএসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।