বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। আমরা গণতন্ত্রকে উদ্ধার করতে চাই। শিগগিরই দেশে গণতান্ত্রিক উত্তরণ চাই।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার পতনের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। একাত্তর মৌলিক যুদ্ধ। চব্বিশের আন্দোলন তারই ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না। তবে এরইমধ্যে তাই শুরু হয়েছে। আন্দোলনে অংশ নেয়া ৯৫ শতাংশ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে একটি ঐক্যজোট করুক। ৩০০ আসনে প্রার্থী দিক। ভোটের পর দেখা যাবে জামানত টিকে কি না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।