সকল মেনু

বরগুনায় নির্বাচন অফিসের অগ্নিকাণ্ডে ভোটার তালিকা পুড়ে ছাই

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস একটি টিম প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ব্যালট বাক্স, ভোটার তালিকা, কম্পিউটার, স্ক্যানারসহ কিছু ফাইলপত্র। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধরনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

তিন তলাবিশিষ্ট বরগুনা জেলা সার্ভার স্টেশনের নীচ তলায় বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিস এবং দ্বিতীয় তলায় জেলা নির্বাচন অফিস এবং তৃতীয় তলায় কনফারেন্স রুম রয়েছে। তবে তৃতীয় তলায় সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মোঃ সেলিম ও অফিস সহকারী মোঃ ইউসুফ থাকেন।

জেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোঃ সাকিল হাওলাদার বলেন,, সকাল ৭টার দিকে তিনি পতাকা টানানোর জন্য ছাদে যান। একটু পরে ক্লিনার কাজল আসলে তিনি নিচে নেমে গেট খোলেন। কাজল কাজ শুরু করার আগেই দ্বিতীয় তলার পশ্চিম পাশের হিসাব শাখার একটি কক্ষে শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যে ওই কক্ষে ধোঁয়া দেখতে পেলে কাজল তাকে সহ তৃতীয় তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সেলিম হাওলাদার ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান। তারা নিচে নেমে দেখতে পান, পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এসময় তারা আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

জেলা সার্ভার স্টেশনের পাশেই অবস্থিত বরগুনা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মোঃ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন অফিসের নৈশপ্রহরী সাকিলের আগুন আগুন বলে চিৎকার শোনার পর তিনিসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু প্লাস্টিকের ব্যালট বাক্সতে আগুন লাগায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘শুধু হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা ক্ষতিগ্রস্ত হয়নি

জেলা নির্বচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন,জেলা সার্ভার স্টেশনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ওই কক্ষটি জেলা নির্বাচন অফিসের হিসাব শাখার। কক্ষটিতে পুরানো কিছু ব্যালট বাক্স, পুরোনো ভোটার তালিকা, একটি ডেক্সটপ কম্পিউটার, স্ক্যানার একটি ফ্রিজসহ অফিসিয়াল কিছু ফাইলপত্র ছিল। অফিসের নৈশপ্রহরী সাকিল ওই কক্ষে অবস্থান করতো। আগুনে ওই কক্ষে রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top