সকল মেনু

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং পেশাগত কাজে রাষ্ট্রীয় নিরাপত্তার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ আগস্ট সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু এর সভাপতিত্বে ও সোহেল আহাদের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, কল্যাণ ফান্ডের সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি শিহাব উদ্দিন বিপু।

দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবি করে বক্তারা বলেন, সাংবাদিকতা পেশা সংবিধানের এক অবিচ্ছেদ্য অংশ যা এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। রাষ্ট্রের উদাসীনতায় পেশাগত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। রাষ্ট্রের দায়িত্ব পেশাগত সাংবাদিকদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া।
মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শেষ হয়।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া সহসভাপতি দৈনিক আমার দেশ সরাইল প্রতিনিধি শামসুল আরেফীন, সাংবাদিক ইউনিয়ন সরাইল শাখার সভাপতি আবেদার রহমান শাহীন, আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সদস্য আমিনুল ইসলাম আহাদ, এখন টিভির জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, চ্যানেল টুয়েন্টি ফোর জেলা প্রতিনিধি প্রকাশ দাস, বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি খোখন মিয়া, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাপ্তাহিক অগ্রযাত্রার সাংবাদিক ইয়াছিন মাহমুদ, এনটিভির চিত্র সাংবাদিক নয়ন ও আবদুল কাইয়ুম প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top