সকল মেনু

পাঁচ দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতসহ ৮ ইসলামী দল

৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলগুলোর নেতারা।

বক্তারা বলেন, ৫ দফা দাবি থেকে তারা এখনও সরে আসেনি। আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়ার চেষ্টা হলে তা মানবে না ৮ দল।

এ সময় তারা ৮ দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৫দফা দাবি আদায়ের আন্দোলন একইসাথে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top