সকল মেনু

এইডস নিয়ন্ত্রণে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে এখনো পিছিয়ে দেশ

প্রাণঘাতী রোগ এইডস নিয়ন্ত্রণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক লক্ষ্যমাত্রা ৯৫-৯৫-৯৫ শতাংশ অর্জনে এখনো অনেকটা পিছিয়ে বাংলাদেশ। এই লক্ষ্যমাত্রার প্রথম ৯৫ শতাংশ হলো এইডসে আক্রান্ত দেশের ৯৫ শতাংশ রোগীকে শনাক্ত করা, যেখানে বাংলাদেশের অর্জন ৬৯ শতাংশ। দ্বিতীয় ৯৫ শতাংশ হলো শনাক্ত হওয়া ৯৫ শতাংশ রোগীকে চিকিৎসার আওতায় আনা, যেখানে বাংলাদেশের অর্জন ৭১ শতাংশ। আর তৃতীয় ৯৫ শতাংশ হলো চিকিৎসাধীন রোগীদের ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, যেখানে বাংলাদেশের অর্জন ৮৯ শতাংশ। অর্থাৎ সব দিক থেকেই বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে বাংলাদেশ।

বিশেষজ্ঞরা বলছেন, যথাসময়ে লক্ষ্যমাত্রা অর্জন এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। কারণ, এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির একটি অংশ আসে দ্য গ্লোবাল ফান্ডের অর্থায়নে, বাকিটা অপারেশন প্ল্যানের মাধ্যমে আগে সরকার বহন করত। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নিয়ে অপারেশন প্ল্যান (ওপি) বাতিল করে দিয়েছে। ফলে গ্লোবাল ফান্ডের অর্থায়নে সারা দেশের এইডস নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। তা ছাড়া এই ডিসেম্বরের পর গ্লোবাল ফান্ডের অর্থায়নও যথেষ্ট কমবে। এতে সব রোগী শনাক্ত ও রোগ নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে। এমনকি এইডস সংক্রমণ বাড়তে শুরু করলেও অবাক হওয়ার কিছু থাকবে না

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার প্রাক্তন পরিচালক ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, এইডস নিয়ন্ত্রণ কর্মসূচি মূলত ইউএসএআইডির অর্থায়নে বিভিন্ন এনজিওর মাধ্যমে পরিচালিত হতো। ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ায় এনজিওগুলো এই কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে। প্রতিরোধ ও প্রতিকারমূলক কাজ বন্ধ হয়ে যাওয়ায় এইডস বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া বর্তমান সরকার ওপি বন্ধ করে দেওয়ায় এইডস নিয়ন্ত্রণের অর্থায়ন বন্ধ রেখেছে। প্রজেক্ট করার কথা বলে দেড় বছরেও তারা প্রজেক্ট করেনি। ফলে এরই মধ্যে বিভিন্ন স্থানে ওষুধ ও অন্যান্য সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। এতে রোগটি নিয়ন্ত্রণের পরিবর্তে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশে বিগত যে কোনো সময়ের চেয়ে গত তিন বছর সর্বোচ্চ পরিমাণে নতুন কেস শনাক্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষা বাড়ানোর কারণে বেশিসংখ্যক নতুন কেস শনাক্ত করা যাচ্ছে। বিগত তিন বছরের নতুন কেস বিশ্লেষণে দেখা গেছে, শনাক্ত হওয়া কেসগুলোর মধ্যে সমকামী/পুরুষ যৌনকর্মী ও হিজড়ার সংখ্যা বেড়েছে, যা ২০২২ সালে ছিল ২৪ শতাংশ (২৫৩ জন), ২০২৩ সালে ২৯ শতাংশ (৩৭০ জন) ও ২০২৪ সালে ৪২ শতাংশ (৬০৪ জন)। তাদের বয়স ২১ থেকে ২৯ বছরের মধ্যে।

জানা গেছে, এই সময়ে দেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সংখ্যা বিশেষত পুরুষ যৌনকর্মীর সংখ্যা বেড়েছে। ২০২০ সালে যেখানে এই জনগোষ্ঠীর অনুমিত সংখ্যা ছিল ১ লাখ ১২ হাজার; ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬৭ হাজারে। এই তথ্য দেশের ২৬ জেলা থেকে প্রাপ্ত। বাকি জেলাগুলো কর্মসূচির বাইরে থাকায় সেখানকার তথ্য পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে রয়েছে হিজড়ারা। তাদের সংখ্যা প্রায় ১২ হাজার ৬২৯ জন, যদিও চিকিৎসা ও নজরদারির আওতায় রয়েছে ৬ হাজার ৯৫৫ জন বা ৫৫ শতাংশ। শিরায় মাদকসেবীর সংখ্যা ৩৪ হাজার ৩৭০ জন, এর মধ্যে চিকিৎসাসেবা পাচ্ছেন ২৯ হাজার ৮৯৭ জন, যা আক্রান্ত জনগোষ্ঠীর ৮৭ শতাংশ। এ ছাড়া নারী যৌনকর্মী রয়েছেন ১ লাখ ১৩ হাজার ২২৪ জন, তবে চিকিৎসার আওতায় আছেন মাত্র ২৩ শতাংশ বা ২৫ হাজার ৫৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, বৈশ্বিক লক্ষ্যমাত্রা থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের লোকবল এবং লজিস্টিকসের ঘাটতি রয়েছে, এনজিওদের সাপোর্টও কমে আসছে। এমনকি এই ডিসেম্বরের পর থেকে গ্লোবাল ফান্ডের অর্থায়নও কমবে। ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি: বাংলাদেশের তুলনায় মিয়ানমারে এইচআইভির সংক্রমণ বেশি। বাংলাদেশে যেখানে সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে, সেখানে মিয়ানমারে তা ০.৮ শতাংশ। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী অনেক রোগী আগেই সে দেশে শনাক্ত হয়েছিল। তবে বাংলাদেশে আসার পর নিজেদের চিকিৎসাসেবায় অন্তর্ভুক্ত করে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১ হাজার ৩৪২ জন রোহিঙ্গার এইচআইভি শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৯৪২ জন চিকিৎসার আওতায় রয়েছেন।

দ্য গ্লোবাল ফান্ডের বিশেষ অর্থায়নে গত জানুয়ারি থেকে রোহিঙ্গাদের ৩৪টি ক্যাম্পে সরকারি/বেসরকারি সংস্থার হাসপাতালে এইচআইভি শনাক্ত কার্যক্রম চালু করা হয়েছে।

কারাগারেও এইচআইভি: স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২২ সাল থেকে দেশের ১২টি কেন্দ্রীয়/জেলা কারাগার হাসপাতালে বন্দিদের মধ্যে এইচআইভি, সিফিলিস ও হেপাটাইটিস-সি পরীক্ষা কার্যক্রম শুরু হয়। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবাও প্রদান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১২টি কারাগারে ৮ হাজার ৯৫১ জনের এইচআইভি পরীক্ষা করে ১৩ জন শনাক্ত হয় এবং এন্টি রেট্রোভাইরাল ড্রাগে অন্তুর্ভুক্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top