সকল মেনু

ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ শঙ্কার কথা জানান

মির্জা আব্বাস বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি ভাজের মধ্যে রাখা হয়েছে। নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয়; সেজন্য কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।

তিনি বলেন, কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে দায়ভার তাকেই নিতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছেন— এমন অভিযোগও করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top