আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তরুন প্রজন্মের সাথে মতবিনিময় করছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ চট্টগ্রামের ‘রেডিসন ব্লু’ হোটেলে শুরু হয় এ মতবিনিময়।
এতে চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন।
পাশাপাশি তরুণ-তরুণীদের পরামর্শ শুনছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।