Print

SomoyKontho.com

ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি বিদেশী পিস্তল, গুলিসহ লায়ন শাকিল গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৪ , ৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবু আব্দুল্লাহ : ( ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)  : ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী লায়ন শাকিল-(৩৪)কে গ্রেফতার করছে র‌্যাব। সোমবার সকালে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে রোববার রাত ১১ টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল ওরফে লায়ন শাকিল শহরের কান্দিপাড়া মাদরাসা রোডের দুলাল মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে শাকিলকে  গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে৷

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]