Print

SomoyKontho.com

জামালপুরে ঘরের ভেতর ২ বোন খুন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০১৭ , ১:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০১৭, ১:২৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলায় এক মালয়েশিয়া প্রবাসীর দুই শিশুমেয়ে নিজেদের ঘরে খুন হয়েছে।

বুধবার সকালে নেশটা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামে গিয়ে ঘরের ভেতর তাদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহত লুবনা (৯) ও ভাবনা (১৪) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শামিম হোসেনের মেয়ে।
পুলিশের নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এসআই একেএম মোহাব্বত কবির প্রাথমিক তদন্তের বরাতে বলেন, নিহত শিশুদের মা তাসলিমা বেগম সবচেয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মঙ্গলবার জামালপুর শহরে যান জমি নিবন্ধন করতে।
“বুধবার সকালে বাড়ি ফিরে তিনি ঘরের ভেতর বড় দুই মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেনে। দুই বোন ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য বা আত্মীয় রাতে ছিল না এ বাড়িতে।”

সকালে ওই বাড়ি গিয়ে দেখা গেছে, তাসলিমা বারবার জ্ঞান হারাচ্ছেন।

শিশুদের চাচাদের পরিবার এই বাড়ি থেকে খানিকটা দূরে আলাদা বাড়িতে বসবাস করেন বলে গ্রামবাসী জানিয়েছে।

পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

স্থানীয়রা কেউ এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলতে পারেনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]