সভাপতি: নয়া দিগন্তের হাসান শরীফ
সহ-সভাপতি: বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের কেএম জিয়াউল হক
সাধারণ সম্পাদক: ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল
যুগ্ম সাধারণ সম্পাদক: আরটিভির কবির আহমেদ ও ডিবিসির কামরুল ইসলাম রুবেল
সাংগঠনিক সম্পাদক: কালবেলার পলাশ মাহমুদ
সহ-সাংগঠনিক সম্পাদক: ইত্তেফাকের শরাফত হোসেন
অর্থ সম্পাদক: আমাদের সময়ের মঈন বকুল
অফিস সম্পাদক: দীপ্ত টিভির মৃন্ময় মাসুদ
নির্বাহী সদস্য: কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল, ডেইলি স্টারের আজাদ বেগ ও বার্তা২৪ এর মানসুরা চামেলী।
কমিটির অন্যান্য সদস্য হলেন—
কালের কণ্ঠের সাকিব সিকান্দার ও জাকারিয়া ইবনে ইউসুফ, বাংলাদেশ প্রতিদিনের সামসুল হক রাসেল, যুগান্তরের আতাউর রহমান ও যোবায়ের আহসান জাবের, দেশ রূপান্তরের মাহতাব হোসেন ও আপেল মাহমুদ, ইত্তেফাকের একেএম ইমরানুল হক, খবরের কাগজের গোলাম রাব্বানী, ইনকিলাবের এস এ রহমান গালিব, যায়যায়দিনের সাইফুল ইসলাম, মানবজমিনের সাজিদ হক, মানবকণ্ঠের ফরহাদ হোসেন, নয়া দিগন্তের যুবরাজ ফয়সাল, প্রতিদিনের বাংলাদেশের এসএম আমিনুর রহমান, ভোরের কাগজের এইচ এম নাহিয়ান, ডেইলি বাংলাদেশের রনি রেজা, ডেইলি সানের মৌদুদ সুজন, একুশে টেলিভিশনের রিয়াজ উদ্দীন, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, বে অব বেঙ্গল পোস্টের গোলাম জাকারিয়া, এশিয়ান টিভির আরিফুর রহমান, দেশ টিভির মনিরুজ্জামান, আরটিভির বিপুল হাসান, এটিএন বাংলার মো. রাশেদ সিদ্দিক, বাংলাভিশনের রিয়াজুল আলম রাব্বী, নাগরিক টেলিভিশনের মবিন হোসেন, বার্তা বাজারের নাসির উদ্দিন পাটোয়ারী ও দ্য নিউজ টোয়েন্টিফোরের রুদ্র মিজান।
এই অ্যালায়েন্স দেশের অনলাইন সাংবাদিকতাকে আরও সংগঠিত এবং কার্যকর করার লক্ষ্যে কাজ করবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com