সিনিয়র করেসপন্ডেন্ট | আপডেট: ২০১৭-০৯-২৭ ১.00
নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিত্তথলিতে সফল অস্ত্রোপচার হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় তার অস্ত্রোপ্রচার হয় বলে জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম।
এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যাথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে অস্ত্রোপচারের কারণে আগামী ২ অক্টোবরের পরিবর্তে প্রধানমন্ত্রী ৫ অক্টোবর দেশে ফিরবেন বলে জানিয়েছেন প্রেস সচিব
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com