কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালিন রোভম্যান পাওয়েলের ক্যাচ ছাড়েন সৌম্য সরকার। স্লিপে বল তালুবন্দি করতে পারেননি সৌম্য। উল্টো বল ধরতে গিয়ে চোটে পড়েছেন।
বল সরাসরি তার আঙুলে আঘাত করে। ব্যথায় কাতর হয়ে তাৎক্ষণিক তিনি মাঠ ছাড়েন। তখনই খারাপ কিছুর আভাস ছিল। এরপর আর তিনি মাঠে ফেরেননি। তাকে রাখা হয় স্টেডিয়ামের ভেতরে অবস্থান করা অ্যাম্বুলেন্সে। সেখানে চলে প্রাথমিক শুশ্রূষা।
বিসিবি জানিয়েছে, সৌম্যর চোট পাওয়া আঙুলে পাঁচটি সেলাই পড়েছে। মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার সপ্তাহ। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির সঙ্গে বিপিএলের শুরুতে খেলতে পারবেন না বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।
বিসিবির বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, সৌম্যর আঙুল কেটে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও এক্স-রে করে দেখা গেছে, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com