Print

SomoyKontho.com

টানা ৬ দিন পর পঞ্চগড়ে তাপমাত্রা উঠেছে ১০ ডিগ্রির ওপরে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৯, ২০২৪ , ১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৪, ১:৪৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ ডিসেম্বর থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ডের পর কাটল মৃদু শৈত্যপ্রবাহ।

স্থানীয়রা বলছেন, ভোরেই রোদে ঝলমল করে চারপাশ। ধীরে ধীরে রোদের উষ্ণতা মিলতে শুরু করে। তবে রাতভর অনুভূত হয় বরফ শীত।
এদিকে শীত প্রকট হলেও সকালে রোদ্রজ্জ্বল থাকায় কর্মচাঞ্চল্য দেখা যায় নানা পেশাজীবীদের মধ্যে। সকালেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কাজে যেতে দেখা গেছে।

 

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com