Print

SomoyKontho.com

মনির হোসেন জীবনের সাথে সহাকরি পরিচালক হিসেবে কাজ করছেন রুবেল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০১৭ , ১২:০২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১২:০২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময়কণ্ঠ প্রতিবেদক : জনপ্রিয় নাট্যনির্মাতা মনির হোসেন জীবনের সাথে সহাকরি পরিচালক হিসেবে কাজ করছেন মহিউদ্দিন রুবেল। ইতিমধ্যে মনির হোসেন জীবনের সাথে অনেকগুলো কাজ করেছেন তিনি। আরো অনেকগুলো কাজ সামনে রয়েছে। এমনটাই জানালেন তিনি। বললেন, মনির হোসেন জীবন স্যারের সাথে কাজ করবো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। ছোটবেলা আমি ওনার নাটকের খুবই ভক্ত ছিলাম। অবশেষে আমি ওনার মত একজন গুনি নির্মাতার সাথে কাজ করছি এটা আসলেই ভাগ্যের বিষয়। ইতিমধ্যে আমি ওনার অনেকগুলো কাজ করেছি। সামনে আরো কাজ রয়েছে। সব’চে মজার ব্যাপার হলো ওনি অনেক ভালো মনের মানুষ। আমাকে হাতেকলমে অনেক কিছু শিখাচ্ছেন। আমার ইচ্ছা আমি একদিন ওনার মতো গুনি পরিচালক হতে চাই। মনির হোসেন জীবন বলেন, রুবেল অনেক ভালো ছেলে। কাজের প্রতিও খুব দায়িত্বশীল। আমি আশা করছি সে সামনে অনেক ভালো করবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]